দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ইবি ছাত্রদলের ইফতার মাহফিল 

১৫ মার্চ ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM
ছাত্রদলের ইফতার আয়োজন

ছাত্রদলের ইফতার আয়োজন © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজান উপলক্ষে দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠ ও খালেদা জিয়া হলের গেটে শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ জাকির হোসেন ছাড়াও অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বন্ধ ক্যাম্পাসে ইফতারে সময় অনেক শিক্ষার্থীর ই সমস্যা হয়। হলের ডাইনিংয়ে ইফতারের সুবিধা না থাকায় এবং আশপাশের দোকানগুলোর খাবারের মান খুব একটা ভালো না হওয়ায় আমাদের সমস্যা হয়। কয়েকদিন আগে ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য ইফতারির আয়োজন করেছিলো, আজকে ছাত্রদল করেছে। ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইফতার মাহফিলের আয়োজন করার জন্য। ভালো কাজের প্রতিযোগিতা চালু থাকুক। 

ড. মতিনুর রহমান বলেন, শাখা ছাত্রদলের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সৃজনশীল কাজের সাথে যুক্ত হবেন, শিক্ষার্থীদের কাছে যাবে এবং মানুষের পাশে দাঁড়াবে। মানুষের আশা ও ভালোবাসা অর্জন করাই হবে ছাত্রদলের আগামী দিনের শপথ। 

জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, এতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের ইফতারি ছিল ঘরোয়া ভাবে। দেশনায়ক তারেক রহমান সেই পদ্ধতি বদল করে উন্মুক্তভাবে ইফতার আয়োজনের পদ্ধতি চালু করেছেন। আমরা সবাই একসাথে ইফতার করবো এবং আমরা যে ঐক্যবদ্ধ তা প্রমাণ করবো।

প্রো-ভিসি ড. এম এয়াকুব আলী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। দুই দশক ধরে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন কমিটিভুক্ত সদস্যরা আজকে ডিআইজি, সচিব। ছাত্রদলের কর্মীদের মতো মেধাবী আর কোন সংগঠনে নাই। আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ আজকের ইফতার মাহফিল।

ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নব্বইয়ের অভ্যুত্থানে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করবে, গণমানুষের জন্য কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার মাধ্যম জাতীয়তাবাদী মূলমন্ত্র মানুষের কাছে পৌঁছে দিবে। আজকের ইফতার মাহফিল আয়োজন করার জন্য ছাত্রদলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। 

শাকসু নির্বাচন চাওয়ায় দল থেকে আজীবন বহিষ্কার ছাত্রদল নেতা
  • ১৯ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন এবি পার্টির এমপি প্রার্থী লিপসন
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবারের নির্বাচন দেশের ইতিহাসে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ
  • ১৯ জানুয়ারি ২০২৬
 সোনার দামে নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ১৯ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারির আগে মাদ্রাসায় ছাত্রসংসদসহ সব নির্বাচন বন্ধের…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের ন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9