জুলাই বিপ্লবে শহীদদের স্বরণে

নোবিপ্রবিতে ইসলামী ছাত্র মজলিসের দোয়া ও ইফতার মাহফিল

দোয়া ও ইফতার মাহফিল
দোয়া ও ইফতার মাহফিল  © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) নোয়াখালী জেলা শহরের নবাব কনভেনশন সেন্টারে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

নোবিপ্রবি শাখার সভাপতি এস এম রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু সালমান, নোয়াখালী জেলা সেক্রেটারি মোর্শেদ আলম মাছুম, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান ফুয়াদ ও অফিস সম্পাদক তাজুল ইসলাম মাহমুদ।

এছাড়া নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. সুলাইমান, বাংলাদেশ ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক ইসমাইল হোসেন, খেলাফত মজলিস নোয়াখালী শহর শাখার সভাপতি পেয়ার আহমেদ হুযাইফা, ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি ইয়াকুব মিয়াজী ও নোবিপ্রবি শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রায়হান আলী বলেন, জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও ইসলামী সমাজ বিপ্লবের অঙ্গীকার নিয়ে ১৯৯০ সালের ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের পথচলা শুরু।

তিনি আরও বলেন, আওয়ামী স্বৈরাচার উৎখাত হলেও তাদের দোসররা এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে। নারী নির্যাতন, খুন, ধর্ষণের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যেন তারা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

মুহাম্মদ রায়হান আলী বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সব সময় নৈরাজ্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে। এটি একটি সুশৃঙ্খল, ন্যায়নীতি-ভিত্তিক ইসলামী ছাত্র সংগঠন। এ সংগঠনের ছায়াতলে নবীনদের স্বাগত জানাই।

পরে ২৪ শে গণঅভ্যুত্থান ও জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence