অসহায়দের পাশে দাঁড়াতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইফতার বিতরণ

  © সংগৃহীত

অসহায়দের পাশে দাঁড়াতে এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। 

বুধবার (১২ মার্চ) বিকেলে ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন এলাকায় মেহনতি ও খেটে খাওয়া মানুষ, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন এলাকার রিকশাচালক, ভ্যানচালক ও অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেন ছাত্রদলের কর্মীরা। 

জানা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী মাহফুজ আলম সমুদ্রের উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজিত হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবারও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ইফতার বিতরণ করেছে। 

ছাত্রদল কর্মী মাহফুজ আলম সমুদ্র জানান, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময়ই মানবিক কাজের সাথে যুক্ত থেকেছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা ছাত্রদলের কর্মীরা মেহনতি, খেটে খাওয়া এবং দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছি।"

তিনি আরও বলেন, "আমি চাই এই ধরনের মানবিক কাজের ধারা সবসময় অব্যাহত থাকুক। এছাড়াও আমি মনে করি ছাত্ররাজনীতি প্রতিহিংসামূলক না হয়ে বরং ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে দিয়েই।"


সর্বশেষ সংবাদ