জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

০৬ মার্চ ২০২৫, ১২:৪৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
হল শিক্ষার্থীদের বিক্ষোভ

হল শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ধীরগতির নেটওয়ার্ক সমস্যার সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা। বুধবার (৫ মার্চ) রাত ১২ টার দিকে স্লোগান দিতে দিতে হল থেকে ক্যাম্পাসের অভিমুখে রওনা হন তারা। এরপর তারা ক্যাম্পাসে এসে ভিসি ভবনের সামনে এসে অবস্থান নেন।

দীর্ঘদিন ধরে ইন্টারনেট সমস্যায় ভুগছেন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন রমজান মাস উপলক্ষে আগামী রবিবার (১০ মার্চ) থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, বর্তমান ইন্টারনেট সংযোগের দুর্বলতা অনলাইন ক্লাসে অংশগ্রহণকে প্রায় অসম্ভব করে তুলবে।  

১৬ তলা বিশিষ্ট হলটিতে কিছু নির্দিষ্ট স্থানে ওয়াই-ফাই সুবিধা থাকলেও তা অত্যন্ত দুর্বল, ফলে শিক্ষার্থীরা ই-লাইব্রেরিসহ অনলাইন রিসোর্স থেকে বঞ্চিত হচ্ছেন।  

শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াই-ফাই সুবিধার সীমাবদ্ধতার কারণে তারা বাধ্য হয়ে নিজেদের খরচে ইন্টারনেট ব্যবহার করছেন, যা বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।  

১৮তম ব্যাচের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী অংঙখ্রা বলেন, "হলে কার্যকর ওয়াই-ফাই না থাকায় আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। ডাটা কিনে ইন্টারনেট ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল।"  

ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ঐশী বলেন, "নেটওয়ার্ক সমস্যা আমাদের জন্য বড় বাধা। পড়াশোনার জন্য অনেক তথ্য অনলাইনে খুঁজতে হয়, যা এই দুর্বল নেটওয়ার্কে সম্ভব নয়। দ্রুত নেটওয়ার্ক উন্নত করা প্রয়োজন।" 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম চৌধুরী বলেন, "আমি নতুন নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে কথা বলেছি, তবে এখনো কোনো আপডেট পাইনি। ছাত্রীদের বলবো কিছুদিন ধৈর্য ধরতে।"

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬