বৈষম্যবিরোধীর প্রতিবাদ

জবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবি

০৪ মার্চ ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
জবির আহত শিক্ষার্থীরা ও বিএনপি নেতা শহিদুল ইসলাম সহিদ

জবির আহত শিক্ষার্থীরা ও বিএনপি নেতা শহিদুল ইসলাম সহিদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর ওপর বিএনপি নেতা বিএনপি নেতা শহিদুল ইসলাম সহিদের হামলার ঘটনায় ওই নেতাকে গ্রেপ্তারসহ ৩ দাবি জানিয়েছে জবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। আজ মঙ্গলবার (৪ মার্চ) বৈছাআর  এক সহ মুখপাত্র সিয়াম হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ মার্চ) রাতে পুরান ঢাকার ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়। এই নির্মম হামলায় বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, যা শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতার একটি চরম উদাহরণ।   

আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক সন্ত্রাসের এই দৃষ্টান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু নিরীহ ছাত্রদের উপর হামলা নয়, বরং শিক্ষাঙ্গনে নিরাপত্তার বিপর্যয় ঘটানোর একটি ষড়যন্ত্র।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানানো হয়। 

বৈষম্যবিরোধী ৩ দাবি

১. বিএনপি যুবদল নেতা শহিদুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় আনতে হবে। 

২. এই হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 

৩. শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। 

 

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬