ইলিশের লিঙ্গ পরিবর্তনের রহস্য উন্মোচন করল জবির গবেষকরা

০৩ মার্চ ২০২৫, ০৭:১৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ইলিশের লিঙ্গ পরিবর্তন

ইলিশের লিঙ্গ পরিবর্তন © টিডিসি সম্পাদিত

ইলিশ মাছের লিঙ্গ পরিবর্তনের রহস্য উন্মোচনে এক যুগান্তকারী গবেষণা সম্পন্ন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের গবেষকরা। চীনের সাংহাই ওশান বিশ্ববিদ্যালয়ের হাইড্রোবায়োলজি বিভাগের সহযোগিতায় পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্যপুরুষ ইলিশ সময়ের সঙ্গে সঙ্গে স্ত্রী ইলিশে রূপান্তরিত হয়।  

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির প্রাণিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত এক সেমিনার ও সংবাদ সম্মেলনে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। 

গবেষকরা জানান, পদ্মা ও মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের ছয়টি অঞ্চলের বিভিন্ন বয়স ও আকারের ২০৩টি ইলিশ মাছ সংগ্রহ করে গবেষণা চালানো হয়। এতে দেখা যায়, সাতটি নমুনার প্রজনন টিস্যুতে একসঙ্গে শুক্রাণু ও ডিম্বাণুর উপস্থিতি রয়েছে, যা ইলিশের লিঙ্গ পরিবর্তনের সুস্পষ্ট প্রমাণ।  

গবেষণায় উঠে আসে, ইলিশ তাদের প্রথম বছর পুরুষ হিসেবে প্রজনন সম্পন্ন করে এবং খাদ্যের সন্ধানে সাগরে পাড়ি জমায়। সমুদ্রের পরিবেশে অবস্থানকালে ধীরে ধীরে তারা স্ত্রী ইলিশে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় বছরে পুনরায় নদীতে ফিরে এসে প্রজনন করে। এই গবেষণাকে ইলিশের পূর্ণাঙ্গ জীবনচক্র ও প্রজনন কৌশল বোঝার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।  

সাংহাই ওশান বিশ্ববিদ্যালয়ের লেকচারার কিশোর কুমার সরকার বলেন, ‘নদী ও সাগরে পৃথকভাবে কাজ করে আমরা ইলিশের প্রজনন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি। এটি ছিল আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং গবেষণা।’  

অনলাইনে যুক্ত হয়ে সাংহাই ওশান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেনহং লি বলেন, ‘ইলিশের ওপর দীর্ঘদিন ধরে গবেষণা চলছিল। এটি সফল করতে অনেকের সম্মিলিত প্রচেষ্টা কাজ করেছে।’ 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ।  

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির কোষাধ্যক্ষ সাবিনা শরমিন, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মল্লিক আকরাম হোসেন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী এবং জবির গবেষণা পরিচালক অধ্যাপক ইমরানুল হক।

এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছেন ১০৮ শিক্ষার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা, সভা শু…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
তিন কারণে বিলম্বিত হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল
  • ২৮ জানুয়ারি ২০২৬
দুই কিডনিই বিকল, অনার্স পড়ুয়া সুমনের বাঁচার আকুতি
  • ২৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণে ৫ নির্দেশনা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage