প্রতিদিন শত শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করবে জবি

০১ মার্চ ২০২৫, ০৯:১৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শত শিক্ষার্থীর জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন হবে বলেও জানা গেছে।

আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক রিফাত হাসান।

তিনি বলেন, আমরা এটা নিয়ে কাজ করতেছি। কালকে সকালের মধ্যে সবকিছু ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রমজান শেষ হওয়া পর্যন্ত এই আয়োজন চলমান রাখবো।

এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আকাশ বলেন, আমরা আরও আগে থেকে এমন একটি আয়োজন করতে চেয়েছিলাম। প্রশাসন না করলে আমরা সিনিয়রদের থেকে টাকা উঠিয়ে হলেও করতাম। আমাদের অনেক শিক্ষার্থীর অনেক সমস্যা থাকে। আবার অনেকে ক্যাম্পাসের আশেপাশে একা থাকে তারা ক্যাম্পাসের মসজিদে এসে ইফতার করবে এটা আমাদের জন্য ভালো লাগার হবে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রমজানে শিক্ষার্থীদের জন্য প্রশাসন থেকে ইফতার আয়োজনের দাবি জানান। একাধিকবার তারা বিশ্ববিদ্যালয় প্রক্টর ও একাধিক শিক্ষকের সাথে দেখাও করেন।

নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬