ইবি তালাবায়ে আরাবিয়ার নেতৃত্বে মাহমুদুল ও শামীম

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক শামীম

সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক শামীম © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের মোঃ শামীম।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিগন্ত মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার ২০২৫ সেশনের কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান ও মোঃ শামীমকে নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুম, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম। ইবি শাখার সাবেক সভাপতি নুরুল হুদা, মোঃ আনোয়ার হোসেন ও মাহমুদুল্লাহ। বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাব্বির, সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওসমান বিন হাসনাইন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শিক্ষার্থীবৃন্দ। 

আংশিক কমিটির মনোনিত অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সিনিয়র সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সহ সভাপতি সৈয়দ ওসমান বিন হাসনাইন, আসাদুল্লাহ আল গালিব, মোঃ মুরসালিন, মোঃ সাইফুল ও আব্দুল মুনতাকিম আল মারুফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আরিফুল ইসলাম, মোঃ আহসান হাবীব, জাহিদুল ইসলাম, মুহাইমিন ও মোঃ তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শাকিল আহমেদ মনোনীত হয়েছেন। 

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে আহমাদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক হিসেবে কামরুজ্জামান, প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, তালীম ও তারবিয়াত সম্পাদক মোঃ মাহদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হামজা, ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ সাজিদ মাহমুদ, সহ ছাত্র কল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম, শরীর চর্চা সম্পাদক মোঃ ইমরান হোসেন এবং শিক্ষা উন্নয়ন সম্পাদক হিসেবে আব্দুল্লাহ হুমাইদী মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শামীম বলেন, আমাকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সর্বোপরি চেষ্টা করে যাবো আমরা। বরাবরের মতো ইসলামী শিক্ষা ও ইবি শিক্ষার্থীদের কল্যাণ কাজ করে যাবো। আল্লাহ আমাদের কামিয়াব করুক।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, তালাবার সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ৯৬ বছ ধরে মাদ্রাসা শিক্ষা ও দেশের কল্যাণে কাজ করে গেছে এই সংগঠন। আমরাও তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব ইনশাআল্লাহ। 

ট্যাগ: ইবি
কলেজ পর্যায়ে ভোলার ‘শ্রেষ্ঠ শিক্ষক’ মো. নিজাম উদ্দিন
  • ১৪ জানুয়ারি ২০২৬
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের কম…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিদেশে সাইফুজ্জামানের ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা
  • ১৪ জানুয়ারি ২০২৬
ট্রাকে বালুর নিচে লুকানো কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য‎ জব্দ
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9