বেরোবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে আরও তিন শিক্ষার্থী আটক

১০ জানুয়ারি ২০১৯, ০৪:৫৫ PM
আটক তিন শিক্ষার্থী

আটক তিন শিক্ষার্থী © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে ভর্তি হতে আসা আরও ৩ শিক্ষার্থীকে জালিয়াত সন্দেহে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত শিক্ষার্থীরা হলেন-ময়মনসিংহের মুক্তাগাছার মোস্তাফিজুর রহমান, টাঙ্গাঈলের বিশ্বাস বেতকার রেজাউল করিম এবং সিরাজগঞ্জ ভেওড়ামারার মাহিদুল ইসলাম মৃদুল।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভর্তি চলাকালীন ভূয়া শিক্ষার্থী সন্দেহে তাদেরকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় ৩ জনকে তাজহাট থানায় পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার একই অভিযোগে ভর্তি সাক্ষাতকার দিতে আসা ৮ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মুহিববুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আবু কালাম মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। আটককৃতদের থানায় পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর আবু কালাম মো. ফরিদুল ইসলাম বলেন, এবারের ভর্তি পরীক্ষায় খুব গুরুত্বের সাথে জালিয়াত ধরার চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত দুই দিনে ১১ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আশা করি আটককৃতদের মাধ্যমে মূল জালিয়াত চক্রকে ধরা সম্ভব হবে।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬