তিতুমীর কলেজে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

তিতুমীর কলেজে আয়োজন করা হয় সরস্বতী পূজার
তিতুমীর কলেজে আয়োজন করা হয় সরস্বতী পূজার  © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হলো বিদ্যার দেবী সরস্বতী পূজা। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৬টায় প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হয় এ আয়োজন। প্রতি বছরের মতো এবারও কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেছেন।

সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ করে পূজা শেষ হয়। এ উপলক্ষে কলেজ অডিটোরিয়াম বর্ণিল সাজে সাজানো হয়, যেখানে শিক্ষার্থীরা দেবীর প্রতিমা স্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পূজার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বিদ্যার দেবীর আশীর্বাদ কামনা করেন।

আরো পড়ুন: বিদ্যাদেবী সরস্বতীর পূজা আজ

শিক্ষার্থীরা মনে করেন, এ পূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং বিদ্যা ও জ্ঞানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটি মহৎ উপলক্ষ।

উল্লেখ্য, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলমান আন্দোলনের এবং শিক্ষার্থীদের অনশনের কারণে পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি থেকে সরে এসেছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ