নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উদযাপন
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পঞ্চম বার্ষিক সেমিনার এবং ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজন দুটি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পরে কনফারেন্স কক্ষে অতিথিদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন।
আরও পড়ুন: বেরোবিতে ২৪ ঘণ্টার জন্য বহিরাগত প্রবেশ নিষেধ
এ ছাড়া বার্ষিক সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার। ‘উইমেন এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড লিডারশিপ: প্রোসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক বিষয়ে তিনি আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বিভাগের বিভিন্ন ব্যাচের ক্লাস প্রতিনিধিদের সার্টিফিকেট প্রদান, স্পোর্টস ডে-তে আয়োজিত কুইজ প্রতিযোগিতা, ক্যারাম, ব্যাডমিন্টন, বল নিক্ষেপ, পিলো পাসিং, ক্রিকেট খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।