‘কাকা বাহিনী’তে বিব্রত তিতুমীর কলেজ ছাত্রীরা!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৮ PM

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘কাকা বাহিনী’ নামে মেসেঞ্জার গ্রুপ খুলে নারী শিক্ষার্থীদের অশ্লীল মন্তব্য নিয়ে বিব্রত অবস্থা তৈরি হয়েছে কলেজটিতে। গ্রুপে সিনিয়র-জুনিয়রদের মারধরের পরিকল্পনা অভিযোগও পাওয়া গেছে। গত সোমবার তিতুমীর কলেজকেন্দ্রিক একাধিক ফেসবুক গ্রুপে এই পরিকল্পনার স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
স্ক্রিনশট ঘেঁটে দেখা গেছে, ওয়ালিদ সাব্বির নামে এক শিক্ষার্থী গ্রুপটিতে একটি ছবি শেয়ার করে তার পরিচয় জানতে চান। সেশন জানতে চান রুবেল নামে আরেক জন। এরপরই তাকে মারাসহ অশ্রাব্য গালিগালাজ করেন আরও দুই তিনজন। এছাড়াও কলেজের বিভিন্ন নারী শিক্ষার্থীদের ছবি শেয়ার করে অশ্লীল কথা বলা হয় গ্রুপটিতে।
খোঁজ নিয়ে জানা যায়, ‘কাকা বাহিনী’ নামে যে গ্রুপ খোলা হয়েছে, এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন কলেজের ২০২৩-২৪ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী মুজাহিদ। এছাড়াও কাকা বাহিনীর সদস্য হিসেবে নাম আসা সীমান্ত চৌধুরী, শেখ আফিফ দর্শন বিভাগের এবং নাম আসা আরেক শিক্ষার্থী মিহির সমাজবিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী।
নাম অপ্রকাশিত রাখার শর্তে তিতুমীর কলেজের এক শিক্ষার্থী জানান, ‘ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কলেজ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ক্যাম্পাসে গড়ে ওঠা কিশোর গ্যাং বা বিভিন্ন বাহিনীর কারণে মারামারি, হট্টগোল ও বিশৃঙ্খলা লেগেই থাকে। এতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘মারামারি কখনো ভালো কিছু বয়ে আনে না। দ্রুত এসব বাহিনীর সদস্যদের পরিচয় শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কলেজ প্রশাসন যেন শক্তিশালী ভূমিকা পালন করে এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সৌন্দর্য নিশ্চিত করতে হবে।
অভিযোগ অস্বীকার করে কাকা গ্রুপের প্রধান মুজাহিদ বলেন, ‘আমি কাকা বাহিনীর প্রধান না। আমি কোনো অপকর্মের সঙ্গে জড়িত না। রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে বলেন, ক্যাম্পাসে গেলে জিহাদ ভাই (ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক, কলেজ শাখা) তার শোডাউনে থাকতে বলেন; কিন্তু আমার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, ছাত্রদল সন্ত্রাস ও নৈরাজ্যে বিশ্বাস করে না। গত ৫ আগস্টের পর অনেকেই নতুনভাবে ছাত্রদলে যোগ দিয়েছে। ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। কেউ যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কাকা গ্রুপের সাথে সম্পৃক্ততার বিষয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার বলেন, ‘কাকা বাহিনী’র সাথে পরিচয় আমার তিন চার দিনের। তাদের সঙ্গে কয়েকটি ছবি থাকায় আমার উপর দোষারোপ হচ্ছে৷ তারা আমার রাজনৈতিক অনুসারী না। আমি কলেজে রাজনীতি করি, আমার সাথে স্বভাবতই অনেক মানুষ আসতে পারে, দেখা করতে পারে অথবা ছবি তুলতে পারে, অথবা আমরা আমি শো-ডাউন দিলে অনেকেই আসতে পারে। এখন যদি তাদের মাঝে কেউ যদি কিছু করে তার দায় ভার আমার উপর চাপানো হচ্ছে।