হাবিপ্রবির আবাসিক হলের অব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নষ্ট হচ্ছে

২০ জানুয়ারি ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
অব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

অব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী © সংগৃহীত

করোনা মহামারির সময়ে হলে অবস্থানরত শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তৎকালীন প্রশাসন ২০২২ সালের ২৩ জানুয়ারি সব হলের হল সুপারদের কাছে গুরুত্বপূর্ণ বিভিন্ন  চিকিৎসাসামগ্রী তুলে দেয়। কিন্তু এসব চিকিৎসাসামগ্রী অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। আবাসিক হলের শিক্ষার্থীরা বলেন তারা এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর কথা জানতেনই না ।

জানা যায়, চিকিৎসাসামগ্রীর মধ্যে ছিল ওজন মাপার যন্ত্র (ওয়েট মেশিন), প্রেসার মাপার যন্ত্র (স্ফিগমোম্যানোমিটার), নেবুলাইজার, থার্মোমিটার, ব্যান্ডেজ , হৃৎস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র (অক্সিমিটার)।

তবে হল অফিসে যোগাযোগ করে জানা যায়, দুটির বেশি সামগ্রী পায়নি তারা। একই সঙ্গে হল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সঠিক ব্যবহার না জানায় সেসব যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। কোনো কোনো হলে সেগুলো আবার নষ্ট হয়ে পড়ে রয়েছে। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার অধ্যাপক ড. আবু খায়ের মোহা. মুক্তাদিরুল বারী চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করব।’

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র হল অফিসের এক কর্মকর্তা বলেন, ‘যন্ত্রগুলোর ব্যবহার তারা জানেন না। তাদের প্রশিক্ষণও দেওয়া হয়নি। ফলে ব্যবহার করাও সম্ভব হয় না। দীর্ঘদিন পড়ে থেকে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো। অহেতুক দেওয়ার কোনো মানে ছিল।’

আবাসিক হলের শিক্ষার্থীরা বলেন, ‘অসুস্থ হলে আমরা প্রাথমিকভাবে মেডিকেল সেন্টারে যাই। আমরা তো জানতামই না যে এগুলো হল অফিসে রয়েছে। হল অফিসে এসব স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী সম্পর্কে অবগত থাকলে তা ব্যবহার করতাম। তবে যেগুলো ব্যবহৃত হয় না, সেগুলো মেডিকেল সেন্টারে ফেরত দেওয়া উচিত।’

তবে দুয়েকটি হলে এর বিপরীত চিত্র দেখা গেছে। সেখানে শিক্ষার্থীরা জ্বর ও প্রেশার মাপার যন্ত্রগুলো ব্যবহৃত হয়। 

এ বিষয়ে কবি সুফিয়া কামাল হলের প্রশাসনিক কর্মকর্তা রেজিনা ইসলাম বলেন, ‘আমাদের হলের কিছু ছাত্রী এগুলোর ব্যবহার জানে। তারাই সেগুলো নিয়ে ব্যবহার করছে।’

অব্যবহৃত যন্ত্রাংশের বিষয়ে হল সুপার কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবু সাঈদ মন্ডল বলেন, ‘এ বিষয় আমার জানা ছিল না। তবে যেসব হলে এসব যন্ত্রাংশ ব্যবহৃত হয় না, সেখানে সেগুলো ফেলে না রেখে মেডিকেল সেন্টারে দেওয়াই সমীচীন।’ 

এদিকে চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত রোগী দেশে শনাক্তের পর এ নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন হাবিপ্রবি মেডিকেল সেন্টারের চিকিৎসকরা।

‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9