আবাসন ব্যবস্থা নিয়ে প্রশাসনের সুস্পষ্ট ব্যাখ্যা চান জবি শিক্ষার্থীরা

১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনী বুঝে নেওয়ার আগ পর্যন্ত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এসময় তারা ৭০ শতাংশ আবাসন চেয়ে প্রশাসন থেকে সুস্পষ্ট বক্তব্য চান। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীদের করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

লিখিত বক্তব্যে বলেন, ‘গত ১৫ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে ৩টি দফার অন্যতম তৃতীয় দফা ‘আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৭ শতাংশ আবাসন ভাতার ব্যবস্থা’ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী রবিবারের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’

শিক্ষার্থীরা আরও জানান, ‘শুধু জরুরি পরিষেবা (মেডিকেল সেন্টার, উন্মুক্ত লাইব্রেরি এবং সেন্টার লাইব্রেরি), ব্যাংক এবং বিসিএস পরীক্ষার সার্কুলার বিবেচনায় রেখে ২০১৯-২০ সেশনের (১৫তম ব্যাচ) সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও রেজাল্ট প্রকাশের কার্যক্রম সংশ্লিষ্ট বিভাগে চলবে। এছাড়াও, শুধু ২০১৯-২০ সেশনের (১৫তম ব্যাচ) ক্ষেত্রে অনলাইনে ক্লাস চলমান থাকবে জরুরি পরিস্থিতি বিবেচনায়।’

এদিকে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড-এর একটি প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের অগ্রগতি (ড্রোন স্ন্যাপসহ) এবং বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের নির্মাণ কাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শনে যান।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬