অসুস্থ হয়ে জবির মেডিকেল সেন্টারে অনশনরত দুই শিক্ষার্থী 

  © টিডিসি ফটো

তিন দফা দাবিতে অনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দুইজন গুরুতর অসুস্থ হলে তাদেরকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। আজ (রবিবার) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিল ও তাওহিদ মাথায় ঘুরে পড়ে গেলে তাকে মেডিকেল সেন্টারে স্যালাইন দেওয়া হয়।

এর আগে শিক্ষার্থীদের অনশন শেষ করতে অনুরোধ করতে আসেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, তোমরা যে বিষয়টি নিয়ে অনশনে বসেছো বিষয়টি জটিল একটি প্রক্রিয়া। আমরা তোমাদের দাবির সাথে একমত এবং আমরা চাই কাজ করতে। আমরা তোমাদের অনুরোধ করছি তোমরা এখানে শেষ করে আমাদের কাজ করার সহযোগিতা করো।

এসময় শিক্ষার্থীরা উপাচার্যের আহ্বান প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণের জন্য বসেন উপাচার্য।


সর্বশেষ সংবাদ