জবির কাজ সেনাবাহিনীকে দিতে চিঠি মন্ত্রণালয়ে যাওয়ার অপেক্ষায়: উপাচার্য

সংবাদ সম্মেলনে কথা বলছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম
সংবাদ সম্মেলনে কথা বলছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার শুরু থেকেই দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং তা অনেকবার প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্য ইউজিসিকে আর্মড ফোর্সেস ডিভিশনে লিখিতভাবে অনুরোধ করতে হবে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ী ইউজিসিকে চিঠি দিয়েছে, যা এখন সেখান থেকে মন্ত্রণালয়ে যাওয়ার অপেক্ষায়।

রবিবার (১২ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প ও অস্থায়ী আবাসনের অগ্রগতি নিয়ে উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, সেনাবাহিনীকে কাজ দেওয়ার ক্ষেত্রে ইউজিসিকে চিঠি দেওয়ার পর তা নিয়মিত মনিটরিং করছে জবি কর্তৃপক্ষ। জবি কর্তৃপক্ষ যেহেতু প্রকল্প সেনাবাহিনীকে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে এবং বিষয়টি অব্যাহতভাবে মনিটরিং করছে। তাই এ বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকার সুযোগ নেই।

আরও পড়ুন: জবিতে শিক্ষক সমিতির আহবান প্রত্যাখ্যান অনশনরত শিক্ষার্থীদে

প্রকল্পের বর্তমান অস্থা নিয়ে মো. রেজাউল করিম বলেন, জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের সব কাজ দুর্নীতিতে নিমজ্জিত ও অদক্ষতায় জর্জরিত। যে কারণে অর্থ ছাড় বন্ধ থাকায় সব কাজ আপাতত থমকে আছে। অর্থ ছাড়ের এ নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৭ নভেম্বর চিঠি পাঠিয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আজকেও এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই অর্থ ছাড়ের নিষেধাজ্ঞা উঠে যাবে এবং পুরোদমে সব কাজ শুরু হবে। 

তিন দফা দাবিতে অনশনে বসা শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে আমরা একমত। সে লক্ষ্যে কাজ চলমান। অনশনে বসা শিক্ষার্থীদের আমরা বুঝাব।’

আরও পড়ুন: তিন দাবিতে গণ-অনশনে জবি শিক্ষার্থীরা

উল্লেখ্য, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত মন্ত্রণালয়ের পত্রে উল্লিখিত শর্তগুলোর বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবগত করে শিক্ষাসচিব বরাবর গত ৬ জানুয়ারি পত্র পাঠায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence