সোহরাওয়ার্দী কলেজের কনজুমার ইয়ুথ’র নেতৃত্বে ফাহিম-আমিরুল
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ PM
ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজুর্মাস সোসাইটি (সিসিএস) এর যুবশাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার ফাহিম এবং বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিরুল ইসলাম ফারহাদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে সিসিএস এর মিডিয়া এন্ড আউটরিচ বিভাগের মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য ১৫ সদস্যবৃন্দ হলো- সহ-সভাপতি মো. বাইজিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রাতুল হাছান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আল আমিন, অর্থ সম্পাদক মো. নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মো. নাঈমুর রহমান, মিডিয়া সম্পাদক তুষা নাঈম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক নওশীন তাবাসসুম নিধি, আইন সম্পাদক মো. রাসেল। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারহানা রহমান ইশা, মানাম মার্জিয়া ও মেহেদী হাসান।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফরহাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাংলাদেশের ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণে এবং "ভোক্তা অধিকার আইন ২০০৯" এর বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে কনজ্যুমার ইউথ বাংলাদেশ। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, কলেজের পাশে ক্যান্টিন ও দোকানের খাবারের দাম ও গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে সোহরাওয়ার্দী কলেজ শাখা। একই সাথে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবো।
উল্লেখ্য, কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ বা ‘সচেতন ভোক্তা সমাজ’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, গণ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাস ও ৩৩৫ টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।