জাতীয় বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ মার্চ তারিখ থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রতিদিন পরীক্ষা দুপুর ১টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত থাকবে।
পরীক্ষার কোড নির্ধারণ করা হয়েছে ১১০২। সময়সূচি অনুযায়ী, ৩০ মার্চ ২০২৬ (সোমবার) অনুষ্ঠিত হবে আবশ্যিক বিষয় বাংলা জাতীয় ভাষা(১৩১০০১)/বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র (১৩১০০৩)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।