‘বেশি বাড় বাইড়েন না, সমস্যা হবে’—অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকের হুমকি, সাধারণ ডায়েরি

২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © লোগো

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইজীদ আহম্মেদ রনিকে হুমকি দিয়েছেন একই বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক নাজিম উদ্দিন। এক মিটিংয়ে তিনি বাইজীদ আহম্মেদ রনিকে হুমকি দিয়ে বলেন, ‘বেশি বাড় বাইড়েন না, সমস্যা হবে। এখন চাকুরি নাই, কখনো যদি ফিরে পাই, তখন সব কিছুই দেখব।’ 

রবিবার (২৯ ডিসেম্বর) হুমকির প্রেক্ষিতে চাঁদপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন বাইজীদ আহম্মেদ রনি।

জানা গেছে, সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের জন্য চাঁবিপ্রবির আইসিটি বিভাগের শিক্ষক নাজিম উদ্দিন অব্যাহতি দেওয়া হয়। এ অবস্থায় কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন না। তবে তিনি ঠিকই বিশ্ববিদ্যালয়ে আসেন, বিভিন্ন মিটিংয়ে অংশ নেন। রবিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক অ্যাকাডেমিক মিটিংয়ে অংশ নেন। এসময় তিনি বাইজীদ আহম্মেদ রনি হুমকি দেন।

সাধারণ ডায়েরিতে বাইজীদ আহম্মেদ রনি উল্লেখ করেছেন, ২৯/১২/২০২৪ তারিখে বিকাল আনুমানিক সাড়ে ৪টায় বিবাদী (নাজিম উদ্দিন) একটি সভায়  অংশগ্রহণ করেন । সেখানে তিনি পেছন থেকে রাগান্বিত হয়ে আমাকে বলেন যে, ‘বেশি বাড় বাইড়েন না, সমস্যা হবে।’ এখন চাকুরি নাই, কখনো যদি ফিরে পাই, তখন সব কিছুই দেখব।’ এর আগেওে আমার বিভাগের শিক্ষার্থীদের সামনে আমাকে অসম্মানজনকভাবে ‘তুই-তোকারি’ করে কথা বলেন। বিষয়টি শিক্ষক হিসাবে আমার জন্য মানহানিকর।’

অভিযুক্ত নাজিম উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জিডির (সাধারণ ডায়েরি) কথা শুনেছি। চাঁদপুর সদর থানা থেকে ফোন করা হয়েছিল।’

আপনাকে যেহেতু অব্যাহতি দেওয়া হয়েছে, সেহেতু আপনি কি বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যাকাডেমিক মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন কিনা জানতে চাইলে নাজিম উদ্দিন বলেন, অব্যাহতি সম্পর্কে সঠিক নীতিমালা অনুসরণ করা হয়নি। সিন্ডিকেটেও তা উত্থাপিত হয়নি। সাধারণ একটি মেইলে তা জানানো হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ে আমাদের আমন্ত্রণ জানানো হলে আমি অংশগ্রহণ করি।’

বাইজীদ আহম্মেদ রনি ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক নাজিম উদ্দিন আমাকে বিভিন্ন সময় অপমান-অসম্মান করেছেন। বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। চাঁবিপ্রবির উপাচার্য ড. পেয়ার আহমেদের সামনেই আজ (রবিবার) তিনি আমাকে হুমকি দিয়েছেন। এর প্রেক্ষিতেই বাধ্য হয়ে আমি সাধারণ ডায়েরি করেছি। আশা করি, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

 

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬