নতুন বেতন কাঠামোর দাবিতে ইবি কর্মকর্তাদের মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৬ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৫ PM
নতুন বেতন কাঠামো নির্ধারণ ও ক্যাম্পাসের দৈনিক কর্মঘণ্টা পরিবর্তনসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচতলায় এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে উপ-রেজিস্ট্রার পদে কর্মরতদের জন্য ৫০ হাজার ও সহকারী রেজিস্ট্রারদের জন্য ৩৫ হাজার ৫শত টাকা বেতন স্কেল নির্ধারণ, চাকরির বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৬২ নির্ধারণ এবং ক্যাম্পাসের দৈনিক কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করার দাবি জানান সমিতির নেতারা।
এ সময় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোরশেদুর রহমান বলেন, ‘পূর্বে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর। সেটা কেন কমিয়ে ৬০ করা হলো? আমরা চাই অনতিবিলম্বের এই চাকরির বয়স পুনর্বহাল করা হোক।’
মানববন্ধনে ক্যাম্পাসের কর্মঘণ্টা পুন:নির্ধারণের দাবি জানিয়ে সভাপতি শামছুল ইসলাম জোহা বলেন, ‘আমাদের প্রতি অবিচার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একদিন কাজে না আসলে আমাদের শোকজ করা হয়। আমাদের গার্মেন্টস শ্রমিকের মত ব্যাগ কাঁধে নিয়ে আসতে হয়। যেটা হাস্যকর। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি সমূহ বাস্তবায়নে দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর আলম কেরামত, দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা জলিস প্রমুখ।
জানা যায়, সম্প্রতি উপ-রেজিস্ট্রার পদে কর্মরতদের জন্য ৫০ হাজার ও সহকারী রেজিস্ট্রারদের জন্য ৩৫ হাজার ৫শত টাকা বেতন স্কেল নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানায় কর্মকর্তা সমিতি নেতারা। এছাড়া চাকরির বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৬২ নির্ধারণ ও ক্যাম্পাসের দৈনিক কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করারও দাবি জানায় তারা।
সর্বশেষ গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এই দাবিসমূহ পাশ করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করেনি। এরপর ১০ ডিসেম্বর দাবি আদায়ের প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেয় কর্মকর্তারা। কিন্তু এরপরও প্রশাসন দাবি না মেনে নেওয়ায় মঙ্গলবার মানববন্ধন করে তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা বলেন, ‘আল্টিমেটাম দেওয়ার পরও আমাদের দাবি আদায় না হওয়ায় আমারা মানববন্ধন করেছি। এরপরও প্রশাসন আমাদের দাবি মেনে না নিলে মৌন মিছিল ও ধর্মঘট পালন করা হবে।’