বিনামূল্যে উচ্চ শিক্ষা চালু করছে মেক্সিকো

১৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৯ PM
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর

বিনামূল্যে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত উচ্চ শিক্ষা প্রদানের উদ্যোগ নিচ্ছে মেক্সিকো সরকার।এ শিক্ষা নিশ্চিত করার জন্য নতুন ১০০টি বিশ্ববিদ্যালয় চালু করবে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর। তিনি আরও জানান, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য ৩ লাখ বৃত্তি প্রদান করবে সরকার। এছাড়া দেশটির বিতর্কিত শিক্ষা সংস্কার প্রকল্প বাতিলেরও উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট। বুধবার এ সংক্রান্ত এক নথিতে স্বাক্ষর করেছেন তিনি। 

নিউ ইয়র্ক টাইমসের খবরে জানানো হয়, বিতর্কিত এই শিক্ষা সংস্কার প্রকল্প গ্রহণ করেছিলেন ওব্রাডোরের পূর্বসুরী। এই সংস্কারের বিরোধিতায় রাস্তায় নেমে এসেছিলেন দেশটির শিক্ষকরা। ওব্রাডোরের নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম বিষয় ছিল এই সংস্কার বাতিল করা। বুধবার তিনি এ বিষয়ে একটি আদেশে স্বাক্ষরের মধ্যদিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে গেলেন। তিনি বলেছেন, শিক্ষকবৃন্দ, প্রতিশ্রুতি রেখেছি। আর কখনও শিক্ষকদের অসম্মানিত হতে হবে না।

এই সংস্কার বাতিল করে যে নতুন শিক্ষাব্যবস্থা চালু করা হবে তাতে শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে বিবেচনা করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। লোপেজ ওব্রাডোর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে মান সম্পন্ন শিক্ষার পক্ষপাতী।

 

ছাত্রদল নেতার বিয়েতে ফুলের বদলে ধানের শীষ দিয়ে বরণ
  • ০৫ জানুয়ারি ২০২৬
আচরণবিধি ভঙ্গ: বিএনপি মনোনীত প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক
  • ০৪ জানুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান 
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘তারেক রহমানে বাসার সামনে থেকে আটক ব্যক্তি র‍্যাব সদস্য নয়’
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে প্রথম হলেন যারা
  • ০৪ জানুয়ারি ২০২৬