বিজয় দিবস উপলক্ষ্যে তিতুমীর কলেজে মেয়েদের জমকালো ফুটবল ম্যাচ

পুরস্কার বিতরনী অনুষ্ঠান
পুরস্কার বিতরনী অনুষ্ঠান   © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে মহান বিজয় দিবস উদযাপনের দ্বিতীয় দিনে নারী শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

কলেজের ২২টি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় দুটি দল। লাল এবং সবুজ দল প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে লাল দল বিজয়ী হয়। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন কলেজটির ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক মো. সামসুদ্দিন।

শিক্ষকরা জানান, এই ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের একত্রিত করবে। তাদের উচ্ছ্বাসে আমরা অনুপ্রাণিত হই।

নারীদের এ বিশেষ ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

অধ্যক্ষ শিপ্রা রানী মণ্ডল বলেন, নারীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে এই আয়োজন। এমন উদ্যোগ মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শীতল সকালে সমর্থক শিক্ষার্থীরা নিজ নিজ দলের পক্ষে জার্সি পরে চিৎকার-উল্লাসে মাতোয়ারা ছিলেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয়। প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে তিতুমীর কলেজে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি সম্পন্ন হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উচ্ছ্বাস এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলেছে বলে জানান অনেকে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!