বাউবি আইন প্রোগ্রামে অতিরিক্ত সেমিস্টার ফি,  শিক্ষার্থীদের ক্ষোভ

০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আইন প্রোগ্রামের অতিরিক্ত সেমিস্টার ফি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। বর্তমানে প্রতি সেমিস্টারে ১৩,৭৫০ টাকা ফি নেওয়া হয়। তন্মধ্যে ৫টি কোর্সে প্রতি কোর্সপ্রতি ২২০৫ টাকা করে মোট ১১০২৫ টাকা, রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা, পরীক্ষা ফি প্রতি কোর্স ৩১৫ টাকা করে মোট ১৫৭৫ টাকা। সেমিস্টার নম্বরপত্র ফি ১০০ টাকা এবং একাডেমিক ক্যালেন্ডার ফি ৫০ টাকা করে সর্বমোট ১৩৭৫০ টাকা নেওয়া হচ্ছে। যা শিক্ষার্থীদের জন্য মাত্রাতিরিক্ত এবং অযৌক্তিক বলে দাবি করছেন তারা।

আইন প্রোগ্রামের ৮ম ব্যাচের শিক্ষার্থী আফাজ উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের ৫৫ টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাউবি অন্যতম এবং শিক্ষার্থী সংখ্যা দিক দিয়ে এটা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা নিয়মিত শিক্ষার্থীরা কেন প্রতি সেমিস্টারে চৌদ্দ বা পনেরো হাজারের মতো এত বেশি টাকা সেমিস্টার ফি দেবো? আমাদের কাছ থেকে এত মাত্রাতিরিক্ত সেমিস্টার ফি নেওয়া টোটালি অন্যায়। অনতিবিলম্বে আমাদের সেমিস্টার ফি কমাতে হবে। সেমিস্টার ফি না কমানো পর্যন্ত আমরা কোন ফি দেবো না।

সেমিস্টার ফি নোটিশ

আইন প্রোগ্রামের  শিক্ষার্থী মোদ্দাছির সরকার বলেন, এই মাত্রাতিরিক্ত সেমিস্টার ফি নেওয়া একে বারেই অযৌক্তিক। আমরা স্বৈরাচারী আমলেও এই মাত্রাতিরিক্ত সেমিস্টার ফির বিরুদ্ধে অনেক প্রতিবাদ, আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আসা বাউবির নতুন প্রশাসনের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি; আমাদের সেমিস্টার ফি কমিয়ে আনুন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সাঈদ ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন যে, আমরা অল্প কিছুদিন ধরে বাউবিতে জয়েন করেছি। আমরা শিক্ষার্থীদের দাবি-দাওয়ার ব্যাপারে বসবো এবং কোন কোন প্রোগ্রামে বেশি সেমিস্টার ফি নেওয়া হচ্ছে সেই সব ব্যাপারে পর্যালোচনা করবো।

বাসর রাতে 'কনে বদলের' অভিযোগ, পাল্টাপাল্টি মামলা
  • ২০ জানুয়ারি ২০২৬
জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
রুয়েটে ধীরগতির ইন্টারনেট, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
  • ২০ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের চার নেতার পদ স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9