জাবিতে সুস্থচর্চার রাজনীতি চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রকাশ্য পরিচয় ও সুস্থচর্চার মতাদর্শিক লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক মাঠেই সংগঠনগুলোর মূল্যায়ন হওয়া উচিত বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৩০ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাপ্ত নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের সব ক্ষেত্রে সংস্কার আবশ্যকীয়। পুরোনো ঘুণে ধরা রাজনৈতিক কাঠামো থেকে বের হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এখন প্রয়োজন চলমান রাজনৈতিক চর্চাগুলোর মৌলিক সংস্কার। এরই ধারাবাহিকতায় দেশে জাতীয় ঐক্য গঠন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিস্টবিরোধী সব রাজনৈতিক-অরাজনৈতিক অংশীজনের মতামতকে গুরুত্ব প্রদান করে।’

আরও পড়ুন: জাবির হলে ফুল ও কলম দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রদল

এতে বলা হয়েছে, ‘নতুন রাজনৈতিক বাস্তবতায়, যেকোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীতের অমীমাংসিত ঘটনা ও রাজনৈতিক তর্কগুলো সর্বাঙ্গের আলোচনাসাপেক্ষে সমাধানের আগেই তাদের নতুনরূপে আবির্ভাব ঘটলে স্বভাবতই তা নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে বলে আমরা আশঙ্কা করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে ক্যাম্পাসে চলমান রাজনৈতিক ধোঁয়াশা ও অস্থিতিশীল পরিবেশ নিরসনে স্বচ্ছ ও সহনশীল রাজনৈতিক স্থিতাবস্থা প্রয়োজন।’

বিৃবতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যে দেশের বিভিন্নস্থানে আমরা ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগকে নিজেদের উদ্দেশ্য সফল করতে গুপ্ত রাজনীতির অন্ধকার মাধ্যমকে বেছে নিতে দেখছি। আমরা বিশ্বাস করি, নতুন ফ্যাসিস্টবিহীন রাজনৈতিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রকাশ্য পরিচয় ও সুস্থচর্চার  মতাদর্শিক লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক মাঠেই সংগঠনগুলোর মূল্যায়ন হওয়া উচিত। সে ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ের বহুসাংস্কৃতিক ঐতিহ্য ও মুক্তচর্চার বিশেষ বৈশিষ্ট্যকে মাথায় রেখে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব ও উদার রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা জরুরি।’ 

আরও পড়ুন: জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আরও তিনজনের পদত্যাগ

এমতাবস্থায় সব শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন ও রাজনৈতিক-অরাজনৈতিক অংশীজনকে ঐক্যবদ্ধ হয়ে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধান করার জন্য আহ্বান জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক,সন্ত্রাসী ও বর্জনমূলক রাজনীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দৃঢ়প্রতিজ্ঞা প্রকাশ করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence