ঢাকা কলেজের সামনে জড়ো হয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা 

ঢাকা কলেজের সামনে জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা
ঢাকা কলেজের সামনে জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা  © টিডিসি

ঢাবি অধিভুক্ত বাতিল ও সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে কর্মসূচি দ্বীতিয় দিনে ঢাকা কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

জানা গেছে, নিউমার্কেট থানা পুলিশের বিশেষ অনুরোধে সাইন্সল্যাব মোড় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে ঢাকা কলেজের সামনে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এর আগে সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা৷ সেই আল্টিমেটাম শেষে আবারো অবরোধ কর্মসূচিত পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: সায়েন্সল্যাব মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের

জানা গেছে, বুধবার সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজের শহীদ মিনারে জড়ো হতে থাকেন।এরপর বেলা সাড়ে ১২ টার পরে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঢাকা কলেজ শহীদ মিনার থেকে সায়েন্সল্যাব মোড়ে রাস্তায় বসে পড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় সাইন্সল্যাব সংলগ্ন সকল রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।


সর্বশেষ সংবাদ