আওয়ামীপন্থী শিক্ষককে ক্যাম্পাস ছাড়া করলেন শিক্ষার্থীরা

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
শিক্ষার্থীদের তোপের মুখে যবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষক ড. ইকবাল

শিক্ষার্থীদের তোপের মুখে যবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষক ড. ইকবাল © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীল দলের নেতা অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদকে ক্যাম্পাস ছাড়া করেছে শিক্ষার্থীরা। দুর্নীতির অভিযোগ এনে এক অনুষ্ঠানে অবরুদ্ধ করে রাখার পর ড. ইকবালকে ক্যাম্পাস ছাড়তে করতে বাধ্য করে তারা। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে নিজ বিভাগের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে ড. ইকবাল অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে আল্টিমেটাম দিয়ে তাকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়।

শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. ইকবালকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এরপরও ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা আবারও তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেন। 

আরও পড়ুন : টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে

জানা যায়, ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার পরও বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করার খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে ওই অনুষ্ঠানের সামনে গিয়ে অবস্থান নেন। এসময় তারা ড. ইকবালের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একপর্যায়ে তিনি অনুষ্ঠান ছেড়ে নিজ বাসায় (শিক্ষকদের বাসভবন) চলে যান। এরপর শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগের জন্য ১৫ মিনিট সময় বেধে দেন। পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে প্রক্টরের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে ক্যাম্পাস ছাড়েন ড. ইকবাল।

এ বিষয়ে কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাদেকা শাহানি উর্মি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের উপাচার্য যেদিন পদত্যাগ করে তখন ড. ইকবাল কবির জাহিদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাকে বলা হয় তিনি যেন আর ক্যাম্পাসে প্রবেশ না করেন। তারপরেও তিনি অবাধে চলাফেরা করছিলেন। তাকে প্রশাসনের মাধ্যমে আমরা একটি চিঠিও দেই। তারপরও আজকে অণুজীববিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে তাকে দেখে শিক্ষার্থীরা আর সহ্য করতে পারেনি। পরবর্তীতে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়। 

আরও পড়ুন : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যবিপ্রবি ভিসি

এ বিষয়ে যবিপ্রবির প্রক্টর আমজাদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও নীল দলের নেতা ড. ইকবাল কবির জাহিদকে আমি বিশ্ববিদ্যালয়ের গাড়ি দিয়ে মেইন গেইট পর্যন্ত পৌঁছে দিয়েছি। তার সঙ্গে কথা বলা হয়েছে সে চলে যেতে সম্মতি জানায় এবং তার সম্মতিতেই তাকে এগিয়ে দিয়ে আসি।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কিছুদিন পূর্বে তিনি যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন পদ থেকে পদত্যাগ করেছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, জিনোম সেন্টারের সহকারী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ
  • ৩০ জানুয়ারি ২০২৬
চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬