ইবিতে গাছের গুঁড়ি ও খড়ি পাচারের ঘটনায় তদন্ত কমিটি

০২ জুলাই ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নজরদারির মধ্যে গাছের গুঁড়ি ও খড়ি পাচারের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারী ফরিদ উদ্দীনকে সাময়িক বরখাস্তের পর এবার তিন সদস্যের তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  তিন সদস্যের কমিটিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহবায়ক করা হয়েছে। পাশাপাশি আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটুকে সদস্য এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-রেজিস্ট্রার আসাদুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে।

এর আগে গত ২৬ জুন থেকে কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা-বিধির ১২ এর ১ ধারায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শী ও আনসাররা জানিয়েছে, গত ১৪ জুন ভোর ৫টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে ৭-৮টি ভ্যানযোগে গাছের গুড়ি ও খড়ি পাচার হয়।

আরো পড়ুন: পরীক্ষায় দেখাদেখি করতে বাধা দেওয়ায় পচা ডিম ছুঁড়ে কলেজশিক্ষককে লাঞ্ছিত 

এ সময় আনসার সদস্যরা ভ্যান বের হতে বাধা দেন। পরে নিরাপত্তা কর্মচারী নিজে গিয়ে ‘ভ্যান পাসের’ ব্যবস্থা করেন। এ সময় অভিযুক্ত কর্মচারী বাইকযোগে ওই স্থানে টহলের মাধ্যমে প্রটোকল দিচ্ছিলেন। এমন একটি ভিডিও এ প্রতিবেদকের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, তিনি বাইক নিয়ে ফটকের বাইরে ও ভেতরে যাওয়া-আসা করছেন। এ সময় একে একে কয়েকটি ভ্যান বের হতে দেখা যায়। সেগুলোতে কয়েকটি বড় গাছের গুঁড়ি ও কয়েকটিতে ছোট-বড় খড়ি ছিল। ওই কর্মচারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের লেকের পানি জমিতে সেচের অভিযোগও আছে বলে জানা গেছে।

৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬