বিএম কলেজে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে জীবনানন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ।

এ সময় কবি জীবনানন্দ দাশের প্রিয় ক্যাম্পাস ব্রজমোহন কলেজে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে মেলার উদ্‌বোধনী আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে প্রতিদিনই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার ৫০টি স্টলে জীবনানন্দ দাশের নিজের ও তাকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে এমন খাবার ও পণ্য সামগ্রীর সমারোহ ঘটানো হয়েছে।

উত্তরণের সভাপতি সুদীপ্ত দাস বলেন, কবি জীবনানন্দ দাশ এই ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন। তার জন্মদিন উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্যে সপ্তম জীবনানন্দ মেলার যাত্রা শুরু হয়েছে। মেলার আয়োজনের প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় প্রিয় কবির জন্মদিনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করা হবে।

তিন ধরনের প্রতিষ্ঠানে নিয়োগ হবে ৬৭ হাজার শিক্ষক, জানুন গুরু…
  • ০৬ জানুয়ারি ২০২৬
ডিএমপির ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে রদবদল
  • ০৬ জানুয়ারি ২০২৬
আমি নির্দোষ, আমাকে অপহরণ করা হয়েছে: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
  • ০৬ জানুয়ারি ২০২৬
আটকের পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
  • ০৬ জানুয়ারি ২০২৬
তিন দফায় পিছিয়ে জকসু নির্বাচন আজ, ভোটগ্রহণ শুরু সকাল ৯টায়
  • ০৬ জানুয়ারি ২০২৬