নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা

১৬ জানুয়ারি ২০২৬, ০৮:২২ AM
আইআরআই ও এনডিআইয়ের লোগো

আইআরআই ও এনডিআইয়ের লোগো © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রভিত্তিক দুই প্রভাবশালী সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তারা প্রায় এক সপ্তাহ ঢাকায় অবস্থান করে নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ এবং সামগ্রিক প্রক্রিয়া সরেজমিনে মূল্যায়ন করবে।

এর আগে ২০২৫ সালের ২০ থেকে ২৪ অক্টোবর আইআরআই ও এনডিআই যৌথভাবে একটি প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন পরিচালনা করে। তারা নির্বাচন কমিশনের কয়েকটি অগ্রগতিকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করে, যেমন ভোটার তালিকা হালনাগাদ, ২১ লাখ মৃত ভোটার অপসারণ এবং ৪৪ লাখ নতুন ভোটার সংযোজন। একই সঙ্গে জুলাই মাসে প্রণীত জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর এবং আন্তঃদলীয় সংলাপের উদ্যোগকেও তারা স্বাগত জানিয়েছে।

তবে ওই মিশন রাজনৈতিক সহিংসতা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা উল্লেখ করে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপির অবস্থান নিয়ে মতভেদ রয়ে গেছে, যা প্রাক-নির্বাচনী পরিবেশকে অনিশ্চিত করে তোলে।

আইআরআই পরে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, ভুয়া তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধ এবং স্থানীয় পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করে। তাদের মতে, পর্যবেক্ষকদের উপস্থিতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, আইআরআই ইতোমধ্যে ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে এ নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

দুদফা সময় বাড়ানোর পর গুচ্ছে মোট কত আবেদন পড়ল?
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রশাসন নিরপেক্ষ না হলে যে কোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
লুটের অস্ত্র হয়তো খাল-বিলে ফেলছে, তাই উদ্ধার হচ্ছে না: স্বর…
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিপিএলে দেখা যেতে পারে কেইন উইলিয়ামসনকে
  • ১৮ জানুয়ারি ২০২৬
রুমিন ফারহানাকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9