নিজ বিয়ের দিন সরকারি বাঙলা কলেজ ছাত্রীর মৃত্যু

২৬ জানুয়ারি ২০২৪, ১১:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

নিজের বিয়ের দিনে গাজীপুরের টঙ্গীতে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী বাজারের হাটের গলি এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া তরুণীর নাম সাদিয়া আক্তার (২০)। তিনি ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে টঙ্গী বাজার এলাকায় ভাড়া বাসায় ছয়তলায় থাকতেন। তাঁর বাবার নাম আবুল বাশার ওরফে বাচ্চু।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়ারা দুই বোন, এক ভাই। সাদিয়া সবার বড়। আজ রাতে তাঁর বিয়ের কাবিন হওয়ার কথা। 

সাদিয়ার বাবা আবুল বাশার বলেন, ‘মাস দেড়েক আগে পারিবারিকভাবে ছেলেপক্ষ সাদিয়াকে দেখে যায়। আজ বিয়ের কাবিন করে রাখার কথা ছিল। পরে অনুষ্ঠান করে উঠিয়ে নিত ছেলেপক্ষ। কিন্তু এর মধ্যে এ ঘটনা ঘটে গেল। কী থেকে কী হলো, তা বুঝতে পারছি না।’

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ঠিক কীভাবে ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬