মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি আবেদনের সময় বাড়লো ২ দিন

১২ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৩-২০২৪ সেশনের স্নাতক অনলাইন ভর্তি আবেদন ২ দিন বাড়িয়ে ১৩ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ভর্তি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১১ জানুয়ারি ছিল ভর্তি আবেদনের শেষ তারিখ। 

ভর্তি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি আবেদন জমা পড়েছে এবং শেষ দিনে সার্ভারে অনেকেই ভর্তি আবেদনের চেষ্টা করায় দুই দিন সময় বাড়ানো হয়েছে। যথারীতি ১৮ তারিখ পরীক্ষার জন্য যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 

পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। যোগ্য প্রার্থীরা এডমিশন পোর্টালে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে ২১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি, শিপিং এ্যাডমিনিস্ট্রেশন, আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এ ৪ টি ফ্যাকাল্টির অধীনে মোট ২০০ টি সিটের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬