২০ লাখ টাকা অনুদান পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষক

২৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রকল্পে এ অনুদান পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৪ জন শিক্ষক। এ গবেষণা প্রকল্পে ২০ লাখ টাকা অনুদানের জন্য তারা নির্বাচিত হয়েছেন। বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুত চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

এ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ৬৯৬টি বিশেষ গবেষণা প্রকল্প স্থান পেয়েছে। তার মধ্যে ছয়টি প্রকল্পে ১২ জন শিক্ষক আঠারো লাখ টাকা ও একটি প্রকল্পে ২ জন শিক্ষক দুই লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। ১৪ জন শিক্ষক সর্বমোট বিশ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন।

তারা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস ও সহকারী অধ্যাপক শাওন মিত্র। পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও  রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায় ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অপূর্ব রায়। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর ও কোস্টাল স্টাডিস ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইরতেজা হাসান।

পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন ও কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মাহবুব ই নূর। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাদেকুর রহমান ও দীল আফরোজ খানম। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল কায়েস।

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ত্বক গ্লো করতে জাদুকরি মাধ্যম ‘স্কোয়ালেন’, ​ব্যবহার করবেন ক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, জরিমানা দেড় লাখ টাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্কে আইসিসি
  • ৩১ জানুয়ারি ২০২৬