ইবির নাম-লোগো ব্যবহৃত পেজ ও গ্রুপের তথ্য দেওয়ার নির্দেশ

১১ অক্টোবর ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাম ও লোগো ব্যবহৃত সব পেজ ও গ্রুপের প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তথ্য না দিলে ফেসবুক পেজ ও গ্রুপের এডমিন শনাক্তকরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন। 

বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহৃত সব পেজ ও গ্রুপের প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে (iu.ac.bd/InformationCollection) দেওয়ার জন্য বলা হলো।

আরো পড়ুন: অবশেষে সংস্কার হলো পাবিপ্রবির কেন্দ্রীয় মাঠ

তথ্যপ্রদান ব্যতীত বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করলে ১৫ অক্টোবরের পর সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও গ্রুপের এডমিন শনাক্তকরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন সময় এমন তথ্য প্রচার করা হয়, যা আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করে। তাই এরূপ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নয়, এমন সব পেজ ও গ্রুপ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬