ইবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

সেমিনারে উপস্থিত বক্তারা
সেমিনারে উপস্থিত বক্তারা   © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্দ্যোগে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মীর মশাররফ হোসেন ভবনের চতুর্থ তলায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ ও একই বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন এপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম। সেমিনারে মডারেটর হিসেবে ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খালিদ হোসেন জুয়েল। 

আলোচকরা বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব, পদ্ধতি, গবেষণার কৌশল, আইএলটিএস, গবেষণার জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয়, যথাযথ দেশ ও প্রফেসর অনুসন্ধান সম্পর্কে আলোচনা করেন। মুখ্য আলোচকের বক্তব্যে ড. রফিকুল ইসলাম বলেন, প্রত্যেকের উচিত বিদেশের বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে একটা মাস্টার্স কোর্স করা। আমি সকলকে বিদেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার জন্য পরামর্শ দেই। এজন্য সকলকে তার সিভি সমৃদ্ধ করতে হবে। এছড়াও তিনি একমুখী লক্ষ্য ঠিক করে আগানো এবং সময়কে সঠিক ভাবে কাজে লাগানোর ব্যাপারে শিক্ষার্থীদের নির্দেশনা দেন। 

আরও পড়ুন: গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা দুই হাজার

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হেসেন ভূঁইয়া বলেন, শিক্ষার উদ্দেশ্য হতে হবে জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণ। এজন্য গবেষণা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিক্ষকের গবেষণা তার নিজ বিভাগে উপস্থাপন করা উচিত যাতে বিভাগের শিক্ষার্থীরা সেটা থেকে কিছু শিখতে পারে। 

ঘন্টাব্যাপী এ সেমিনার শেষে গবেষণায় ইচ্ছুক শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে মুখ্য আলোচক অধ্যাপক ড. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence