কাদা-পানিতে একাকার খুবির কেন্দ্রীয় মাঠ

ভারী বর্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ কাদাপানিতে একাকার হয়ে গেছে
ভারী বর্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ কাদাপানিতে একাকার হয়ে গেছে  © টিডিসি ফটো

ভারী বর্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় মাঠ খেলাধুলার অযোগ্য হয়ে পড়েছে। খাজার মাঠ নামে বহুল পরিচিত এ মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র বলা হয়। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষায় ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে মাঠটি। তবে বর্ষাকালে নিচু জায়গায় পানি জমার কারণে কর্দমাক্ত হয়ে পড়ছে। ফলে ব্যহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চিরচেনা খেলাধুলার পরিবেশ। 

জানা গেছে, বিকেল হলেই শত শত শিক্ষার্থীর হৈ-হুল্লোড়ে মুখর হয়ে ওঠে খুবির কেন্দ্রীয় মাঠ। হরেক রঙের জার্সি গায়ে খেলতে নামেন শিক্ষার্থীরা। প্রায় সারা বছরই ক্রিকেট, ফুটবল-ভলিবলের মতো খেলায় জমজমাট থাকে খাজার মাঠের পরিবেশ। এ মাঠেই আয়োজন করা হয় আন্তঃডিসিপ্লিন বিভিন্ন টুর্নামেন্ট।

তবে বর্ষাকালে মাঠটি খেলার অনুপোযোগী হয়ে পড়ে। সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার স্থান মাঠটি বেশ উঁচু-নিচু। অসমতল হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে বিভিন্ন জায়গায় কাদা জমেছে। এ অবস্থায় পর্যাপ্ত খেলার পরিবেশ পাচ্ছেন না বলে অভিযোগ খুবি শিক্ষার্থীদের। 

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের ছাত্র মিনহাজুল হক বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাদের একমাত্র খেলার জায়গা খাজার মাঠ। বর্ষা মৌসুমে মাঠটির বেহাল অবস্থা দেখা যায়। তবে গত বছর থেকে এই মাঠের সংস্কার কাজ চলছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মাঠের এক পাশে নালা খনন করা হয়েছে। আরেকপাশ বালি দিয়ে উচু করা হচ্ছে। প্রশাসন দ্রুত মাঠটির সংস্কার কাজ সম্পন্ন করবে। এতে সব মৌসুমে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে খেলাধুলা করতে পারবে বলে আশা তাদের। 

এ বিষয়ে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর একমাত্র খেলার স্থান। যে কারণে বর্ষায় শিক্ষার্থীদের পদচারণায় মাঠটি কর্দমাক্ত হয়ে পড়ে। তবে আমরা এর স্থায়ী সমাধান নিয়ে কাজ করছি। যদিও সম্পূর্ণ মাঠ সংস্কার করতে একটু সময় লাগবে। তবুও আমরা আশাবাদী, দ্রুতই এ সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীদেরও সচেতন থাকতে হবে, মাঠটি যাতে খেলাধুলার  উপযোগী থাকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence