কুবিতে কক্সবাজার স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ, সম্পাদক বাবর
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১২:৫৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৩, ০১:০০ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক ফরহাদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মহি উদ্দিন বাবর।
রবিবার (২০ আগস্ট) রাতে কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা কমিটি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন তানভীর আবরার, মোস্তফা সাদেক আরমান, উসমান জয় মানিক, আহমেদ মিনার, শাহাজাহান আল সাদাফ, নুরুল বশর, আব্বাস খাঁন, মোহাম্মদ আনোয়ার, আইয়ুব উদ্দিন, শাহজাহান মনির, আসাদ মোহাম্মদ আবু দারদা রুমি, খোরশেদ আলম, প্রেম সাগর দাশ, জাকিয়া ফেরদৌস টিনা, বেবিকা বড়ুয়া, সাদমান সাকিব, ওমর ফারুক মিঠু, নেজাম উদ্দিন, মাহফুজ রাব্বি, সালাউদ্দিন ও এস এম আশফাক উদ্দিন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজিজুল হক মুন্না, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মোমেন,মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ত্বহা, ইফতি সিরাজ, মোহাম্মদ ফাহাদ, আহমদ হোছাইন, তারজিনা আঁখি ও মোরশেদ নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রফিক উদ্দিন, সায়েদ হাসান, মোহাম্মদ রাশেদ, ওসমানী রাকিব, জাহেদুল ইসলাম, শাহীন মোহাম্মদ লিখন, শবনম প্রিমা, মোশাররফ হোসাইন ও মোহাম্মদ শাকিল নির্বাচিত হয়েছেন।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন প্রচার সম্পাদক আবু শামা, উপ-প্রচার সম্পাদক আল-মাহমুদ, অর্থ সম্পাদক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মারুফ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিরহাম রেজা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, ছাত্রী বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা, আইন বিষয়ক সম্পাদক নূর বিন শাহী ঈশিকা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা রৌশনি।
এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন আরমান সিদ্দিকী, আনোয়ার জাহিদ, ফরহাদুল ইসলাম, জেমি কর, মামুন উদ্দিন ছোটন, মোহাম্মদ ইমরান, সাঈদ সাকিব, রাশেদুল ইসলাম, মোহাম্মদ আশেক, মোহাম্মদ আমিন, আজাদ হান্নান, নোমান উদ্দিন, সিয়াম, আবিদ আনোয়ার ও সাহেদুল ইসলাম।
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবে।