খুবির ১১ বিভাগে পড়ছে যুক্তরাষ্ট্রসহ চার দেশের ৩৪ শিক্ষার্থী

১১ জুলাই ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের। উচ্চশিক্ষার অনুকূল পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম, শিক্ষাখাতে প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনা যোগ হওয়াসহ নানা কারণে এ বিশ্ববিদ্যালয়ের প্রতি ঝুঁকছেন তারা। এতে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান সৃষ্টির পথে এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪: টপ গ্লোবাল ইউনিভার্সিটি’ শীর্ষক এ র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। যা ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩৪। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল, ভারত, কানাডা ও ইতালির শিক্ষার্থী রয়েছে।

এর মধ্যে ফার্মেসী ডিসিপ্লিনে সাতজন, সিএসই ডিসিপ্লিনে ছয়জন, স্থাপত্য ডিসিপ্লিনে পাঁচজন, ইসিই ডিসিপ্লিনে চারজন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে চারজন, বিজিই ডিসিপ্লিনে দু’জন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, পদার্থবিজ্ঞান, গণিত ও ইংরেজি ডিসিপ্লিনে একজন করে শিক্ষার্থী এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারে দু’জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

৩৪ জন বিদেশি শিক্ষার্থীর মধ্যে ২১ জন ছাত্র ও ১৩ জন ছাত্রী। যাদের মধ্যে ২১ জন ছাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও ১১ জন ছাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকেন। এছাড়া মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারে অধ্যয়নরত দু’জন ছাত্রী খুলনা শহরে ভাড়া থাকেন। 

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থী সন্তোষ কুমার গুপ্ত বলেন, এ বিশ্ববিদ্যালয় থেকে ইতোপূর্বে অনেক নেপালি শিক্ষার্থী গ্রাজুয়েট হয়েছেন। তাদের কাছে সুনাম শুনেই এখানে ভর্তি হয়েছি। শিক্ষার অনুকূল পরিবেশ, আন্তর্জাতিক মানের কারিকুলাম ও শিক্ষকদের আন্তরিকতাই এখানে বিদেশি শিক্ষার্থীদের টেনে আনে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি তথ্য তুলে ধরা, আলাদা ডেস্ক বা ব্যবস্থাপনার মাধ্যমে তাদের সহায়তা করাসহ নানা কাজ করে দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স।

এ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোরসালিন বিল্লাহ বলেন, এখানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এ ব্যাপারে অনেক আন্তরিক। তিনি নিয়মিত শিক্ষার্থীদের নানাবিধ সুযোগ-সুবিধার কথা জানতে চান। কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করে দেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও সেশনজট নেই। রয়েছে শিক্ষার অনুকূল পরিবেশ ও সময়োপযোগী কারিকুলাম। বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা। অবকাঠামোগত উন্নয়ন ও সঠিক ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে। এসব কারণেই বিদেশি শিক্ষার্থীরা এখানে ভর্তিতে আগ্রহী হয়ে উঠছে।

তিনি বলেন, বর্তমানে দু’টি হলের আলাদা দুইটি উইংয়ে বিদেশি শিক্ষার্থীরা থাকছেন। তবে আগামীতে তাদের জন্য আলাদা ডরমেটরি করার উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে যেতে হলে বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী থাকা গুরুত্বপূর্ণ। এ বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এটি আমাদের একটা সাফল্য। এ সাফল্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফসল। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

টেকনাফ সীমান্তে আটক ৫২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী কারাগারে
  • ১৪ জানুয়ারি ২০২৬
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা, আদালতে আসামির দায় স্বীকার
  • ১৪ জানুয়ারি ২০২৬
কলেজ পর্যায়ে ভোলার ‘শ্রেষ্ঠ শিক্ষক’ মো. নিজাম উদ্দিন
  • ১৪ জানুয়ারি ২০২৬
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের কম…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিদেশে সাইফুজ্জামানের ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9