জবি নীলদলের সভাপতি আব্দুল্লাহ্, সম্পাদক মোমিন
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীলদলের কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ্ সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমিন উদ্দিন মনোনীত হয়েছেন।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত জবি শিক্ষক সমিতির
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নীলদলের সাধারণ সভায় শিক্ষকবৃন্দের উপস্থিতিতে কমিটি গঠনের লক্ষ্যে সাবজেক্ট কমিটির পক্ষ থেকে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলে তা সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ঘোষিত কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।