ইবি ছাত্রীকে পাশবিক নির্যাতন, গাফিলতি ছিল প্রভোস্ট-প্রক্টরের

ইবি ছাত্রী নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে
ইবি ছাত্রী নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফুলপরী খাতুনকে পাশবিক ও অমানবিক নির্যাতন করা হয়েছে বলে বিচার বিভাগীয় প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

প্রতিবেদনে পাশবিক নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় প্রতিবেদন দাখিল করেছেন। এদিন বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও আদালতে দাখিল করা হয়েছে।

এ ঘটনায় হলের প্রভোস্টসহ কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলে তদন্ত কমিটি জানিয়েছে। হাইকোর্টের নির্দেশে এ কমিটি গঠন করা হয়। প্রতিবেদনে তাবাসসুম, ঊর্মী, মিম, মাবিয়া সরাসরি এ ঘটনা সংঘটিত করেছেনবলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অন্তরার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্টসহ কর্তৃপক্ষ ঘটনার নিয়ন্ত্রণে গাফিলতি করেছে বলে এতে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ