বেরোবিতে সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনে জুনিয়র হাসপাতালে

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
হাসপাতালে চিকিৎসাধীন সিয়াম

হাসপাতালে চিকিৎসাধীন সিয়াম © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনে অজ্ঞান হয়ে যাওয়া এক জুনিয়র শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকের পেছনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সিয়াম। সে বেরোবির  রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্তরা সবাই ২০১৯-২০ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিয়ামের সাথে বেরোবির এক সিনিয়র শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এজন্য সিনিয়ররা সিয়ামকে ডাকে। ঘটনার সময় সিয়াম যেন কোনো কিছু রেকর্ড করতে না সেজন্য তার ফোন কেড়ে নেওয়া হয়। এর এক পর্যায়ে তারা সবাই সিয়ামকে মারতে শুরু করে। এসময় সিয়াম তার জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে হাসপতালে নিয়ে যাওয়া হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. নুরুজ্জামান খান জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সিয়াম কয়েকবার বমি করছে। বর্তমান স্যালাইন চলতেছে এবং ডাক্তাররা বলেছে সে আশঙ্কা মুক্ত। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, আমরা সার্বক্ষনিক সিয়ামের খোঁজখবর নিচ্ছি। বর্তমান সে কিছুটা ভালো বোধ করছে বলে আমাদের জানিয়েছে। তার বড় কোনো ক্ষতি হয়েছে কিনা সেটি দেখতে আগামীকাল তার কিছু পরীক্ষা করা হবে। 

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬