বিইউপি অধিনস্থ প্রয়াশ ইনস্টিটিউটে মাস্টার্সে ভর্তির সুযোগ

পিসার
পিসার  © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে এক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর সাথে অধিভুক্ত একটি আর্মি ইনস্টিটিউট প্রয়াশ ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিসার)। আগ্রহীরা ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যেসব বিষয়ে আবেদন করা যাবে: 

১। অডিওলজি এবং স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজি

সময়: ২ বছর

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ-৩.০০ নিয়ে অডিওলজি এবং স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজিতে বিএসসি অথবা স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজিতে বিএসসি (সম্মান) অথবা স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিতে স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৩.০০ থােকতে হবে।

আবেদন ফি: ১৫,০০/- টাকা

২। স্পেশাল এডুকেশন বা এমএসইডি

সময়: ১ বছর

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ-৩.০০ সহ বিশেষ শিক্ষায় এক বছরের বিএসইডি বা বিইডি (৩/৪-বছরের অনার্স) অথবা বিশেষ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিইডি (৪-বছরের অনার্স) থাকতে হবে। এছাড়া এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৩.০০ থােকতে হবে।

আবেদন ফি: ৮,০০/- টাকা

যেভাবে আবেদন: আগ্রহীরা এই ওয়েবসাইট (http://proyash.edu.bd/new/) থেকে আবেদন ফরম সংগ্রহ এবং পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় আবেদন ফি সহ জমা দিতে হবে।

ঠিকানা: পিসার অফিস, ৩য় তলা, প্রয়াশ, রোড নং- 11, নির্ঝর আবাসিক এলাকা, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬

অথবা ইমেইল করতে পারেন:  info.piser@gmail.com 

আবেদন জমা দেওয়ার সময়সীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ভর্তি পরীক্ষা: ১০ মার্চ ২০২৩ (সকাল ১১টা)

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১২ মার্চ ২০২৩

মৌখিক পরীক্ষা: ১৪-১৬ মার্চ ২০২৩

ভর্তির আনুষ্ঠানিকতা: ২০-২৫ মার্চ ২০২৩

ক্লাস শুরু: ২১ মার্চ ২০২৩


সর্বশেষ সংবাদ