ওয়েবমেট্রিক্স র‌্যাংকিং

ঢাকা মেডিকেল-বিইউপিকে পেছনে ফেলল জাতীয় বিশ্ববিদ্যালয়

লোগো
লোগো  © ফাইল ছবি

ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসকে পেছনে ফেলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। র‌্যাংকিংয়ে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪৪তম।

সম্প্রতি বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৩ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স। প্রকাশিত র‌্যাংকিং থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের র‌্যাংকিং ৫৭তম। আর ঢাকা মেডিকেল কলেজের অবস্থান ৫২তম। আন্তর্জাতিক পর্যায়ে এই দুই প্রতিষ্ঠানের অবস্থান যথাক্রমে ৭ হাজার ৩৫৫ ও ৬ হাজার ১৪৩।

র‌্যাংকিংয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেছনে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন, নর্দান ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটিসহ সরকারি-বেসরকারি অসংখ্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবোমেট্রিক্স।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করে ওয়েবমেট্রিক্স। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি।


সর্বশেষ সংবাদ