খুলনা বিশ্ববিদ্যালয়
ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে বরখাস্ত হওয়া সেই শিক্ষকের যোগদান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২২, ১০:৫৪ AM
ছাত্র আন্দোলনে সংহতি জানানোর অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষক মো. আবুল ফজল পুনরায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেছেন। আজ শিক্ষক আবুল ফজলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় এবং তার যোগদানপত্র গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর উক্ত শিক্ষকের যোগদানপত্র গ্রহণের বিষয়টি এক পত্রের মাধ্যমে জানায়।
আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে ভবন নির্মাণ না করতে ইউজিসির পরামর্শ
এর আগে গত ১৭ নভেম্বর ছাত্র আন্দোলনে সংহতি জানানোর অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজলকে চাকরি থেকে বরখাস্ত এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলমকে অপসারণ করাকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ও ২ জানুয়ারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোর কারণে ওই ৩ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। ওই তিন শিক্ষককে ২০২১ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত হয়। ওই চিঠি প্রত্যাহার চেয়ে ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষকদের পক্ষে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাব না পেয়ে তারা রিট দায়ের করেন। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রিটের শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি স্থিতাবস্থার আদেশ দেন।
,