জবিতে সিনিয়র ছাত্রলীগ কর্মীকে পেটালো জুনিয়র কর্মীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৮:১১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সিনিয়র ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয়দর্শী চাকমাকে পেটানোর অভিযোগ উঠেছে জুনিয়র কর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা সকলেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মী।
আরও পড়ুন: আইফোন কিনতে আত্মগোপনে, মুক্তিপণ দাবি করে ধরা যুবক।
প্রত্যাক্ষদশীরা জানান, সন্ধ্যা সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গল্প করার সময় হঠাৎ প্রথম বর্ষের জুনিয়র কর্মীরা এসে বাঁশ, লাটি সোটা দিয়ে প্রিয়দর্শীকে মারধর করে চলে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। অতিরিক্ত পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশের ধারাণা পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে।
এই বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, এ ঘটনাটি আমি জেনেছি। এটি সহপাঠীদের মধ্যে ছোটখাটো হাতাহাতির ঘটনা।