ডাচ বাংলা ও ট্যাপের মাধ্যমে টিউশন ফি প্রদান করতে পারবে জবি শিক্ষার্থীরা
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৬:৩১ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২২, ০৬:৩১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের টিউশন ফি গ্রহণ-আদায় সংক্রান্ত যেকোনো কার্যাদি সহজ এবং দ্রুত সম্পন্ন করতে ডাচ্ বাংলা ব্যাংক ও ট্রাস্ট এক্সিটিয়া ডিজিটাল লিমিটেড-এর সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৬ নভেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: এক ঘণ্টা চলার পর স্থগিত হলো বাংলা প্রথম পত্রের পরীক্ষা
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি গ্রহণ-আদায়ের ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট এক্সিটিয়া ডিজিটাল লিমিটেড এর সেবা গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আরোও বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর রকেট, নেক্সাস পে, এজেন্ট ব্যাংকিং, নেক্সাস গেটওয়ে সংশ্লিষ্ট শাখা এবং tap (Trust Axiata pay) এর মাধ্যমেও টিউশনসহ অন্যান্য ফি গ্রহণ-আদায় সংক্রান্ত যাবতীয় কার্যাদি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।