বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৩০ অক্টোবর ২০২২, ০১:৩৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
ববিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ববিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) তে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। রোববার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন, ফেষ্টুন উড়িয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, সহশিক্ষামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে পারস্পরিক মিথস্ক্রিয়া তৈরি হয় এবং এই জায়গা থেকে যে বোধ তৈরি হয় সেটি হলো মমত্বেরবোধ, ভ্রাতৃত্বেরবোধ।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রম যদি সমান তালে চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের যেমন একটি অনন্য অবস্থান তৈরি হয় অন্যদিকে পরিচিতি লাভ করে। সেই দিক থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সীমিত সাধ্যের মধ্যেও আমরা আজকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। 

আরও পড়ুন: বড় পর্দায় টাইগারদের বিজয় দেখালো ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীরা

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা।

উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টে ছাত্রদের খেলায় ২৪টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এবং ছাত্রীদের খেলায় সাতটি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬