আইন প্রয়োগে মানবিক হতে হবে: ইবি উপাচার্য 

১২ অক্টোবর ২০২২, ০৫:১৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেছেন, প্রচলিত আইনে সব কিছু আছে। তাই আইন প্রয়োগে আমাদেরকে আরও মানবিক ও যত্নবান হতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন কোনো নিরপরাধ ব্যক্তি আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।

বুধবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসির সভাকক্ষে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: সাত কলেজে ভর্তির টাকা জমা দেওয়ার শেষ তারিখ আজ

এ সময় ‘ইসলামিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও আইন অনুষদে ডিন অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দীকা।

ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬