মাদক ও প্লাস্টিকের বিরুদ্ধে ১১০ কি.মি. পরিভ্রমণে জবির ইয়াছির

ইয়াছির আরাফাত সবুজ
ইয়াছির আরাফাত সবুজ  © টিডিসি ফটো

‘সে নো টু প্লাস্টিক এন্ড ড্রাগ, টু গেট অওয়ার গ্লোব ক্লিন লেটস গো গ্রিন’ এই স্লোগানকে সামনে রেখে মেরিন ড্রাইভসহ মোট ১১০ কি.মি. পথ পরিভ্রমণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াছির আরাফাত সবুজ। 

হাইকিং ফোর্স বাংলাদেশের আয়োজনে শুক্রবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সব থেকে দক্ষিণের জায়গা শাহপীর দ্বীপ থেকে শুরু করে তার পরিভ্রমণ আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে নাজিরাটেক সমুদ্র সৈকতে শেষ হয়। আর এর মাঝে সবুজ পাড়ি দিয়েছে মেরিন ড্রাইভসহ ১১০ কি.মি. পথ। 

পরিভ্রমণ সম্পর্কে সবুজ বলেন, আমি পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক এবং মানবদেহের জন্য ক্ষতিকর মাদক নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য এই অভিযানে কাজ করেছি। সমুদ্র উপকূলীয় এই অঞ্চলটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রায় সারা বছর অসংখ্য পর্যটক এখানে ভীড় করেন সমুদ্র দেখার জন্য। কিন্তু সবাই অসচেতন ভাবে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে ফেলছে। 

তিনি বলেন, আমি মেরিন ড্রাইভ দিয়ে আসার সময় রাস্তায় দুই ধারে শুধু প্লাস্টিক পড়ে থাকতে দেখি। যা আমাদের পরিবেশ জন্য মারাত্মক হুমকির কারণ। সেই সাথে আমি মানুষকে মাদক থেকে দূরে থাকার জন্য মানুষের মাঝে সচেতন সৃষ্টি করার চেষ্টা করেছি। 

ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমার ভ্রমণের অন্যতম একটি উদ্দেশ্য ছিল সমুদ্র উপকূলের সাধারণ মানুষের জীবন যাত্রা তাদের আচার আচরণ সসম্পর্কে প্রত্যক্ষ ভাবে জ্ঞান অর্জন। আমি সেটা করতে পেরছি, যাত্রা পথে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence