খুবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি: উপাচার্য

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬ AM
 অধ্যাপক ড. মাহমুদ হোসেন

অধ্যাপক ড. মাহমুদ হোসেন © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি করার ইচ্ছা আছে। শুধু তাই নয় যেকোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়োগের সময় ডোপ টেস্ট রিপোর্ট জমা দিতে হবে।

সম্প্রতি খুবির স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধনের মাদকবিরোধী র‍্যালিতে অংশ নিয়ে উপাচার্য এ কথা বলেছেন।

উপাচার্য আরও বলেন, ‘এই বিষয়গুলো চিন্তা করছি। সিদ্ধান্ত নিয়েছি এটা বলবো না। এ রকম আলোচনা চলছে, আমাদের মাদকবিরোধী যে কমিটি রয়েছে তারা এটা আলোচনা করছে। হয়তো একটা নীতিমালার মাধ্যমে চিন্তা করবো।’

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অনন্য একটি দিক সেটি হচ্ছে ছাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। আমরা কি আজকে প্রতিজ্ঞা নিতে পারি না? খুলনা বিশ্ববিদ্যালয় মাদকমুক্ত ক্যাম্পাস হবে। আমি মনে করি এটা সম্ভব। ছাত্ররা যদি চায় তাহলে সম্ভব হবে। সেই সম্ভাবনার ক্ষেত্রে আমরা প্রশাসন এগিয়ে থাকবো।

‘ইতিমধ্যে আমরা একটি মাদকবিরোধী কমিটি করেছি। এছাড়াও শিক্ষার্থীরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।’

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬