প্রতিযোগিতা শিক্ষার্থীদের নেতৃত্ব গুণসম্পন্ন করে : খুবি উপ-উপাচার্য

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ PM
কেইউ সিএসই ফেস্ট-২০২২

কেইউ সিএসই ফেস্ট-২০২২ © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বলেছেন, প্রতিযোগিতা শিক্ষার্থীদের নেতৃত্ব গুণসম্পন্ন করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের উদ্যোগে দু’দিনব্যাপী ‘কেইউ সিএসই ফেস্ট-২০২২’ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।  বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপ-উপাচার্য আরও বলেন, প্রতিযোগিতা শিক্ষার্থীদের ক্যাপাসিটি বিল্ডিং এবং জ্ঞানের বিভিন্ন দিক উন্মোচন ও মেধা বিকশিত করে। দলগতভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে নিজেদের মধ্যে নেতৃত্ব গুণ তৈরি হয়। এই নেতৃত্ব গুণের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ ছাপিয়ে বিশ্বের বুকে সাফল্যের স্বাক্ষর রাখতে পারবে।

উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বলেন, শুধু চাকরির চিন্তা করলেই হবে না, নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে হবে। যাতে তারা অন্যকে গাইড করতে পারে। অন্যকে চাকরি দিতে পারে। উদ্যোক্তা হওয়ার জন্য সাহস দিতে পারে। পরবর্তীতে তারাও উদ্যোক্তা হিসেবে বৃহৎ পরিসর কাজ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ফুল-ফ্রিতে স্নাতকোত্তর করুন নরওয়েতে

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মো. আনিসুর রহমান। অনুষ্ঠানের স্পন্সর স্টার টেক এর পক্ষে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের ব্যবস্থাপক মো. মাসুম মাহমুদ। সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন ক্লাস্টার এর পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মোনতাসির হাফিজ সাজিদ।

এসময় উপস্থিত ছিলেন সিএসই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ ও ক্লাস্টার এর প্রধান উপদেষ্টা সিএসই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. কাজী মাসুদুল আলমসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরে কেইউ সিএসই ফেস্ট-২০২২ এ আয়োজিত হ্যাকাথন, ফিফা, ভেলোরেন্ট এবং কম্পেটিটিভ প্রোগ্রামিং এ চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের উদ্যোগে দু’দিনব্যাপী ‘কেইউ সিএসই ফেস্ট-২০২২’ গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়। এতে অংশগ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খানবাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শিক্ষার্থীরা।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9